বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চূড়ান্ত তালিকা প্রকাশ - 2022 Natural Sky View
![]() |
| Sakib Al Hasan |
বিপিএল-এ দল পেলনা সাকিব আল হাসান
বিপিএলের
আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের
দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ
প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিনটি আসরের জন্য ৭ দলের চূড়ান্ত
তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৫
সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর
নাম প্রকাশ করে বিসিবি। এদিকে এবারের তালিকায় সবচেয়ে বড় চমক বিপিএলের
অন্যতম সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
সাবেক ফ্র্যাঞ্চাইজি আকতার গ্রুপের দল না পাওয়া।
এছাড়া সাকিব আল হাসানের প্রতিষ্ঠান
মোনার্ক মার্ট বিপিএলের দল কিনতে আগ্রহ
প্রকাশ করলেও তালিকাভূক্ত হয়নি। এছাড়া গুঞ্জন আছে মালিকানায় থাকতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও!
এবার
বিপিএলে দল পায়নি বেক্সিমকো
গ্রুপও। আগের আসরের মতো এবারও রাজশাহী থেকে কোনো দল খেলবেনা বিপিএলে।
তবে কয়েক আসর পর আবারো বিপিএলে
ফিরেছে বসুন্ধরা গ্রুপ। তারা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পেয়েছে। অবশেষে জানা গেল যে কারণে বিপিএলে
দল পাননি সাকিব আল হাসান। সাত
পাঁচ ভাবতে ভাবতে অবশেষে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭টি দলের জন্য সাত ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট করে ফেলেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। তবে এরই মধ্যে এক প্রেস রিলিজে
ভিন্ন সাতটি ফ্র্যাঞ্চাইজির নামও জানিয়ে দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
এবারের
আসরে ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছে, বিপিএলের গভর্নিং কাউন্সিল। এরমধ্যে নিজেদের পছন্দে ৭টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এরমধ্যে ৬টি প্রতিষ্ঠান ছিল পুরোনো, ১টি নতুন। এদের মধ্যে কেউ শেষপর্যন্ত ১৫ দিনের মধ্যে
টাকা জমা দিতে বা দল গড়তে
ব্যর্থ হলে বাকি ৪ প্রতিষ্ঠানের মধ্যে
যে কেউ সুযোগ পেতে পারে।
![]() |
| পুরোনো ছবি |
বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান-
ফরচুন
বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।
![]() |
| সাব্বির ও মাশরাফি বিন মর্তুজা |
অবশেষে জানা গেল যে কারণে বিপিএলে দল পাননি সাকিব আল হাসান (২০২২ সেপ্টেম্বর ২৫)
এই ৭টি দলের মধ্যে যেখানে সাকিব আল হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বা মোনার্ক হোল্ডিংস নেই। অথচ আয়োজক কমিটি জানানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপিএলে সাকিবের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ ভালোভাবেই আলোচনা হচ্ছিল। সবই বৃথা গেল।
অথচ
বিপিএলে দল পাওয়ার জন্য
আবেদনই করেননি সাকিব নিজে, কিংবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানও। এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে
আলোচনার সময় মল্লিক বলেন, ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে অতীতে যারা বিপিএলের সঙ্গে ছিল তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া সাকিব
আল হাসান তার নিজ নামে কোনো ফ্র্যাঞ্চাইজির আবেদনই করেননি।
অবশ্য
আবেদন করলেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারতেন না সাকিব। বিপিএলের
নীতিতেই নেই সেই নিয়ম। বিষয়টি জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক আরও বলেন, কোনো খেলোয়াড় বিপিএলে অংশ নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না।
![]() |
| বিপিএল (BPL) |
গত আসরে অংশ নেয়া তিন ফ্র্যাঞ্চাইজি আকতার, ফরচুন এবং প্রগতি গ্রুপ আগামীতেও বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে চায়। এছাড়া আগ্রহ দেখিয়েছে নতুন চারটি প্রতিষ্ঠান। সাকিবের মোনার্ক হোল্ডিংস ছাড়াও আরো রয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ। গতবার শেষ মুহূর্তে ব্যাংক গ্যারান্টি ইস্যুতে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পায়নি তারা। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছে ফিউচার স্পোর্টস ও বৈশাখী গ্রুপ। গুঞ্জন আছে ফিউচার স্পোর্টসের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকতে পারেন মাশরাফী বিন মোর্ত্তজাও। তবে বিপিএলে নতুন করে আগ্রহ দেখায়নি তিন হেভিওয়েট বেক্সিমকোর মালিকানাধীন ঢাকা ডায়নামাইটস, জেমকন গ্রুপের খুলনা টাইটান্স ও তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সূচি
অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে
১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের নবম আসর। সাকিব ও মাশরাফী বিপিএলে
ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলে কীভাবে দল সাজান সেটাই
দেখার বিষয়।



