মালয়শিয়ার মেডিকেল করতে কি কি কাগজ-পত্র লাগবে?- 2022 মালয়শিয়ার কলিং ভিসার মেডিকেল করতে কি কি কাগজ-পত্র লাগবে?
![]() |
| মালয়শিয়া |
মালয়শিয়া যাওয়ার জন্য মেডিকেল করতে কি কি কাগজ পত্র লাগবে।
মালয়শিয়ায় অবৈধ্য কর্মী বেড়ে যাওয়ায় ২০১৯ সালের ডিসেম্বর থেকে মালয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয়। এবং দীর্ঘ দিন ধরে এ প্রক্রিয়া বন্ধ ছিল। ২০২২ এর মাঝা মাঝি এসে আবারো বৈধ্য ভাবে কর্মী নেওয়ার জন্য পরাষ্ট্রমন্ত্রনালয় এর সাথে চুক্তি হয় মালয়শিয়া সরকারের। এর ভিত্তিতে কিছু সংখক কর্মী অলরেডী চলেও গেছেন। এখন কথা হচ্ছে মালয়শিয়ার মেডিকেল করতে কি কি লাগবে। চলুন জেনে নেওয়া যাক।
১। আপনার মূল পাসপোর্ট বই। (আবশ্যক)
২। আপনার মূল পাসপোর্টের রঙ্গিন ফটোকপি।
৩। আপনার সদ্য তোলা রঙ্গিন ছবি। পাসপোর্ট সাইজ ৮/১২ কপি ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
৪। করোনার টিকার রঙ্গিন ফটোকপি।
উপরের সবগুলো কাগজ আবশ্যক। আর কিছু লাগবে না আশাকরি। মেডিকেল ফি এজেন্সি ভেদে টাকা কম বেশি হতে পারে। তবে ৭০০০ - ১০,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। ইনশাআল্লাহ।

