মালয়শিয়ার মেডিকেল করতে কি কি কাগজ-পত্র লাগবে?- 2022 মালয়শিয়ার কলিং ভিসার মেডিকেল করতে কি কি কাগজ-পত্র লাগবে?

মালয়শিয়া


মালয়শিয়া যাওয়ার জন্য মেডিকেল করতে কি কি কাগজ পত্র লাগবে।


মালয়শিয়ায় অবৈধ্য কর্মী বেড়ে যাওয়ায় ২০১৯ সালের ডিসেম্বর থেকে মালয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয়। এবং দীর্ঘ  দিন ধরে এ প্রক্রিয়া বন্ধ ছিল। ২০২২ এর মাঝা মাঝি এসে আবারো বৈধ্য ভাবে কর্মী নেওয়ার জন্য পরাষ্ট্রমন্ত্রনালয় এর সাথে চুক্তি হয় মালয়শিয়া সরকারের। এর ভিত্তিতে কিছু সংখক কর্মী অলরেডী চলেও গেছেন। এখন কথা হচ্ছে মালয়শিয়ার মেডিকেল করতে কি কি লাগবে। চলুন জেনে নেওয়া যাক।

১। আপনার মূল পাসপোর্ট বই। (আবশ্যক)
২। আপনার মূল পাসপোর্টের রঙ্গিন ফটোকপি। 
৩। আপনার সদ্য তোলা রঙ্গিন ছবি। পাসপোর্ট সাইজ ৮/১২ কপি ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
৪। করোনার টিকার রঙ্গিন ফটোকপি।

উপরের সবগুলো কাগজ আবশ্যক। আর কিছু লাগবে না আশাকরি। মেডিকেল ফি এজেন্সি ভেদে টাকা কম বেশি হতে পারে। তবে ৭০০০ - ১০,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। ইনশাআল্লাহ।



মালয়শিয়া কলিং ভিসা প্রসেসিং


মালয়শিয়া



মালয়শিয়া কলিং ভিসা চালু হয়ে গেছে। তবে এখনো পুরোপুরি ভাবে চালু হয় নি। অনেক এজেন্সি এখন মালয়শিয়ার মেডিকেল করার কাজ শুরু করে দিয়েছে। মালয়শিয়া সরকার বর্তমানে বাংলাদেশ থেকে বৈধ্য ভাবে কর্মী নেবে।

কি কি কাজে কর্মী নেবে মালয়শিয়া



বাংলাদেশ থেকে কয়েক হাজার কর্মী নেবে মালয়শিয়া। তার মধ্যে কন্সট্রাকশন, রং মিস্ত্রি, পাইপ সেটিং, রাজ মিস্ত্রি, পেট্টল পাম্প, কৃষি ইত্যাদি আরো অনেক সেক্টরে কর্মী নেবে মালয়শিয়া। তবে মধ্য প্রাচ্যের দেশ সৌদি, ওমান, দুবাই বা আরব আমিরাত এ দেশ গুলোর থেকে মালয়শিয়ায় শ্রমিকদের বেতন বেশি দেয়। এতে বাংলাদেশী প্রবাসীদের জন্য ভাল। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url