টি-20 বিশ্বকাপের ব্যাকআপ ক্যাপ্টেন - 2022 _T-20 World Cup Backup Captain -2022
বিসমিল্লাহির রাহমানীর রহীম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেনদের মিলন মেলা দেখা গেছে অস্ট্রেলিয়ায়। কিন্তু কোন কারণে যদি এদের কেউ দলকে নেতৃত্ব দিতে না পারেন, তবে ব্যাকআপ ক্যাপ্টেনরা প্রস্তুত আছেন তো।
কারা হতে পারেন টি-20 বিশ্বকাপের ব্যাকআপ ক্যাপ্টেন
কারা হতে পারেন ব্যাকআপ ক্যাপ্টেন। চলুন বিস্তারিত জেনে নেই। ক্যাপ্টেনদের এমন মিলন মেলা জানান দিচ্ছে বিশ্বকাপ চলে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এরাই নেতৃত্ব দিবেন নিজ নিজ দেশকে। কিন্তু ইনজুরি কিংবা অন্য যে কোনো যেকোনো কারণে যদি নিয়মিত ক্যাপ্টেন না থাকতে পারেন, তখন কি হবে ব্যাকআপ ক্যাপ্টেন রেডিতো দলগুলোর। চলুন জেনে নেই শীর্ষ দলগুলোতে কারা রয়েছেন ব্যাকআপ ক্যাপ্টেন হিসেবে।
ভারতের ব্যাকআপ ক্যাপ্টেন
কোন কারণে রোহিত শর্মা খেলতে না পারলে, ভারতের ক্যাপ্টেন্স হিসেবে লোকেশ রাহুলের দিকে। ভারতকে বেশ কয়েকটি ম্যাচ নেতৃত্ব দিয়েছে রাহুল। সফল ক্যাপ্টেন্সি করেছিলেন আইপিএলে। সেইসাথে ব্যাট হাতেও রয়েছেন দারুন ছন্দে। ক্যাপ্টেন রোহিত শর্মার মতো তিনিও (লোকেশ রাহুল) ব্যাট করেন ওপেনিংয়ে। তাইতো ভারতের ব্রেকআপ ক্যাপ্টেন ও দলকে ফন্টে থেকেই লিড করবেন।
অস্ট্রেলিয়ার ব্যাকআপ ক্যাপ্টেন
অস্ট্রেলিয়া টেস্ট দলের দায়িত্ব পেয়ে (প্যাট কামিন্স) জিতেছিলেন 4-0 ব্যবধানে। ক্যাপটেন্সির প্রেসার নেননি বরং 21 উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা উইকেট শিকারী। সেই প্যাট কামিন্স হতে পারে অস্ট্রেলিয়ার ব্যাকআপ ক্যাপ্টেন। লাল বলের মত সাদা বলেও কামিন্স অস্ট্রেলিয়ার ম্যাচ উইনার। ফ্রিন্সের অনপস্থিতিতে 29 বছর বয়সেই পেশার নেতৃত্ব দিতে পারেন অস্ট্রেলিয়াকে।
ইংল্যান্ডের ব্যাকআপ ক্যাপ্টেন
সর্বশেষ পাকিস্তান সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন মঈন আলী। তার নেতৃত্বে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়েছেন ইংল্যান্ড। শুধু নেতৃত্ব নয় ব্যাট হাতে 160 স্টাইকরেটে ব্যাট করে দলকে জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপে জর্জ বাটলার না থাকলে মঈন'ই হতে যাচ্ছেন ইংল্যান্ডের কান্ডারী।
সাউথ আফ্রিকার ব্যাকআপ ক্যাপ্টেন
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার অন্যতম সফল ক্যাপ্টেন কেশব মহারাজ। তার নেতৃত্বে 5 ম্যাচের 4 টি জিতেছে আফ্রিকানরা। ম্যাচ গুলোতে তিনি বলেছেন 5.80 ইকোনোমি রেটে। তার মানে এই বাঁহাতি স্পিনারই হতে যাচ্ছেন তেম্বা বাভূমা যৌগ ব্যাকআপ।
নিউজিল্যান্ডের ব্যাকআপ ক্যাপ্টেন
টিম গেম খেলা নিউজিল্যান্ডের ব্যাকআপ ক্যাপ্টেন এর অভাব নেই। তবে কেন উইলিয়ামসনের যোগ্য ব্যাকআপ টা টিম সাউদি। জাতীয় দলকে 21 ম্যাচে নেতৃত্ব দিয়ে নিয়েছেন 31 উইকেট। ঠাণ্ডামাথার উইলিয়ামসন কোন কারনে না থাকতে পারলে, নেতৃত্ব যাবে আরেক কুল হেডেড সাউথের দিকে।
h%20hhhj%200000.webp)
পাকিস্তানের ব্যাকআপ ক্যাপ্টেন
গত বছর দুইয়েক বাবরের ডেপুটে সাদাব খান। পিএসএলে (PSL) নেতৃত্ব দিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডকে। বাবর আজমের অনুপস্থিতিতে 77 ম্যাচে 27 উইকেট এবং 378 দান করা সাদাবি হবেন পাকিস্তানের ক্যাপ্টেন।
বাংলাদেশের ব্যাকআপ ক্যাপ্টেন
বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে তরুণ নেতৃত্বের মধ্যে সবচাইতে সফল নাম নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে গ্লাবস সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দিতে পারেন ভালো। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে সামলাবেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব।
আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাকআপ ক্যাপ্টেন
বিশ্বকাপে মোহাম্মদ নবীর ডেপুটে নাজিবুল্লাহ জাদরান। বর্তমানে আফগানিস্তানের অন্যতম স্তম্ভ দলে তার নিশ্চিত অবস্থান এবং মাঠে তার ধীর স্থির উপস্থিতি তাকে নেতৃত্বের অন্যতম বড় দাবিদার করে তুলেছে।
এছাড়াও প্রথম রাউন্ডের থাকা শ্রীলঙ্কার পক্ষে গুনাথিলাকা এবং উইন্ডিজের পক্ষে রবার্ট পাওয়ার হতে পারেন ব্যাকআপ ক্যাপ্টেন।
