মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া যাবে কি? - naturalskyview

 

মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া যাবে কি


প্রশ্নঃ- মৃত মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিষয়ে ইসলামের দৃষ্টিতে কী?

 

উত্তরঃ- এ বিষয়ে জানার আগে, আমাদের জানা দরকার হল, মৃত মানুষের পাশে বসে কোরআন পড়ার কোন সুবিধা বা উপকার আছে কি না। বিষয়টা কি এমন যে জীবিত থাকা অবস্থায় কোরআন শুনতে পায়নি অথবা পড়তে পায়নি। দুনিয়ায় অনেক ব্যস্ত থাকার কারনে, আমল করতে পারেনি, তাই মারা যাবার পর তাকে আমরা কোরআন পড়ে শুনাচ্ছি। কোন ব্যক্তি মারা যাবার পর তার আমল বন্ধ হয়ে যায়; এখন মরার পর অখন্ড অবসরতাই আমি কুরআন পড়ছি আপনার পাশেআপনি মরে গিয়ে শুনছেন। আল্লাহ তায়ালা কি মরা মানুষের শুনার জন্য কুরআন নাযিল করেছেনএটা আমার প্রশ্ন?আসলে জীবিত মানুষের মৃত আত্নাকে জীবন্ত করার জন্য আল্লাহ কুরআন দিয়েছেন।


আল্লাহ সুবনাহু তা'আলা বলেন-

 (আয়তের একাংশ)

اَوَ مَنۡ کَانَ مَیۡتًا فَاَحۡیَیۡنٰہُ وَ جَعَلۡنَا لَہٗ نُوۡرًا یَّمۡشِیۡ بِہٖ فِی النَّاسِ

 

"তার অন্তর মৃত ছিল, কুরআনের নুরে সে আলোকিত হবে"

 

 "সুরা আল আনাম ; আয়াত- ১২২”


[{সম্পুর্ন আয়াত}

  •  যে ব্যক্তি মৃত ছিল, যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলো দিয়াছি, সেই ব্যক্তি কি ব্যক্তির ন্যায়, যে অন্ধকারে রহিয়াছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয় ? এইরূপে কাফিরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে।

 

اَوَمَنْ كَانَ مَيْتًا فَاَحْيَيْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا يَّمْشِىْ بِهٖ فِى النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِى الظُّلُمٰتِ لَـيْسَ بِخَارِجٍ مِّنْهَا‌  ؕ كَذٰلِكَ زُيِّنَ لِلْكٰفِرِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

 

সূরা নম্বরঃ , আয়াত নম্বরঃ ১২২]


মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়ার কোনো সওয়াব আছে কি?


মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়ার কোনো সওয়াব আছে বলে আমার জানা নেই। কিন্তু আমাদের সমাজে এটা বেশ রমরমা ব্যবসা হিসাবে চলছে। আর কোনো আলেম এটার প্রতিবাদ করলেই তাকে আহলে হাদীস, সালাফী বা আরও অনেক কিছু বলা হয়। এই কাজ গুলো কারা করেন। মূলত আলেম সমাজেই কিছু নামধারী আলেম, মুফতি, মুহাদ্দিস, মাওলানা আছেন তারাই মূলত এই কাজ করে থাকেন। কিন্তু কথা হলো তারা এসব কি জন্য করেন। তারা মূলত ধর্মব্যবসায়ী। কাজেই মৃত মানুষের পাশে কুরআন পড়া, এটা ইসলামের মুল চেতনার পরিপন্থী। 


দ্বিতীয়ত মৃত মানুষের পাশে বসে কুরআন পড়লে কোন সোয়াব বা বরকত হয়, এটা কুরআন এবং হাদীসে বর্ণিত নেই বা কোরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়। 

তৃতীয়ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে অগণিত মানুষ মারা গিয়েছেন। কেউ মৃত মানুষের পাশে কুরআন পড়ান নি বা পড়েন নি। তবে মৃত পথযাত্রী, এখনো জীবিত আছেন, মৃত্যু বরণ করবেন এমন মানুষের কাছে সুরা ইয়াছিন পড়ার কথা একটা হাদিসে এসেছে। হাদিসটা সনদগত ভাবে দুর্বল। কিন্তু মরার পরে তার পাশে কুরআন পড়া এটা কুরআনকে এক ধরণের অবজ্ঞা করা। এটা থেকে আমাদের বিরত থাকা উচিৎ। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও হাদীস সর্ম্পকে সহীহ বুঝ দান করুন। [আমীন]


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url